Print Date & Time : 11 May 2025 Sunday 12:24 pm

অসহায় মানুষের বন্ধু গাংনী ইউএনও মৌসুমী খানম


মাহাবুব ইসলাম গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম গাংনীতে আসার পর থেকেই একের পর এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কারো মোবাইল ফোনে অসহায় মানুষের স্ট্যাটাস দেখলেই তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি নিজেই খতিয়ে দেখেন। সাথে সাথে ওই অসহায় মানুষের সমস্যার সমাধান করে থাকেন এমন অনেক প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে যার কোন তুলনা হয় না। নির্বাহি অফিসার মৌসুমী খানম, গাংনীতে অসহায় হতদরিদ্র মানুষের কষ্টের কথা শুনলে আমরা দেখতে পেরেছি তিনি যেন আর ঠিক থাকতে পারেন না। যতক্ষণ না তার একটা সমাধান দিতে পেরেছেন। তিনি এত দ্রুত গতিতে ব্যবস্থা নেন, এমনটি এর আগে আর কারো মধ্যে আমরা দেখতে পাইনি। মাত্র কয়েক মাসে গাংনী উপজেলার নির্বাহী অফিসার এর সুনাম এখন মানুষের মুখে মুখে। তবে তিনি একজন নম্র-ভদ্র মনের মানুষ সত্যকেই জয় করতে জানেন। মিথ্যার আশ্রয় আমরা তার মধ্যে পাই নাই। নিবার্হী অফিসারের সফলতার কথা বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সঙ্গে সঙ্গে বিভিন্ন চ্যানেল, অনলাইন পোর্টাল, এবং খবরের কাগজে প্রকাশ করে তারা নিজেকে ধন্য মনে করেন। যে এমন একটি মানুষ আমরা গাংনীতে পেয়েছি। যার ঘর নেই বাড়ি নেই তাকে ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন, এক কথায় বলা যেতে পারে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এই অফিসারের তুলনা হয়না। মেহেরপুর জেলায় এসে তিনি শুধু হতদরিদ্র মানুষের নয়, জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তিনি।

জামাল, ২৮ এপ্রিল,২০২২