Print Date & Time : 7 July 2025 Monday 3:55 am

অসুস্থ আওয়ামী লীগ নেতার পাশে এমপি মহিব

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ক্যান্সার আক্রান্ত প্রবীণ আওয়ামী লীগ নেতা সোবহান মিয়ার পাশে দাঁড়ালেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।

আজ বুধবার সকাল ১১টার দিকে তার বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এমপি এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এসময় অসুস্থ সোবহান মিয়ার হাতে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন এমপি মহিব।

এমপি মহিব গনমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে দলের ত্যাগী, অসুস্থ প্রবীন নেতা সোবহান মিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে আজ তার বাসায় গিয়ে তার সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে একজন মানুষও যাতে আশ্রয়হীন, চিকিৎসা সেবা বঞ্চিত না থাকে এজন্য আমি তৎপর আছি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//