পশুদের প্রতি অত্যাচার করার ঘটনা
তো অনেকই দেখেছেন বা শুনেছেন । তবে পশুপ্রেম দেখার সুযোগ হয়তো আপনার হয়নি। হনুমান দেখলেই তার পেছনে ঢিল ছোড়া, তাকে উত্তপ্ত কর৷ এমন কম বেশি অত্যাচার করতে দেখাই যায় মানুষকে। তবে এইবার পশুপ্রেমী।
কুষ্টিয়া শহরের রাজার হাট এলাকাবাসী গড়লো এক বিশেষ নজির। গতকাল রবিবার সকালে কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকায় একটি হনুমান কারেন্ট শট খেয়ে জলে পরে যায়। স্থানীয় বাসিন্দারা হনুমানটি কে উদ্ধার করে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দেয়। খবর পেয়ে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন ও সাংবাদিক নাব্বির আল নাফিজ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হনুমানটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এবিষয়ে শাহাবউদ্দিন মিলন জানান, কুষ্টিয়া রাজারহাট মোড়ে গতকাল রবিবার বেলা একটার সময় একটি হনুমান ইলেকট্রিক শক খেয়ে খাম্বা থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে, হনুমানটির শরীরে তিন জায়গায় পুড়ে জখম হয় এবং মুখ সহ বিভিন্ন অংশের পশম পুড়ে যায়। সংবাদ পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে যায় দেখি জ্ঞান হারা মুমূর্ষ অবস্থায় হনুমানটি পড়ে আছে,ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ষোল জনের রিং আসে। হনুমানটিকে বাঁচানোর জন্য ফোন পেয়ে আমরাও সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে হাজির।
তবে খুব ভালো লাগলো এখনো কিছু মানুষ আছে পশুপাখিদেরকে মন থেকে ভালোবাসে যার জন্য ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে পাগলের মত সবাই রিং করতে থাকে ওকে বাঁচানোর জন্য। তিন ঘন্টা ধরে হনুমানটিকে মেসেজ করে সুস্থ করে তুলি। ওকে পর্যবেক্ষণ করার জন্য একটি সেলটারে রাখা হয় পুরো সুস্থ হলে চলে যাবে।

Discussion about this post