ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবুল হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইউপি চেয়ারম্যান আবুল হাসানকে সিলেটে ওয়েসিস হাসপাতালের আই,সি,ইউতে ভর্তি করা হয়।
সেখান থেকে চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
জানাগেছে, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবুল হাসান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে শনিবার (৮ জুলাই) উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল ঢাকায় ভর্তি করা হয়েছে। এবং সেখানেই চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আবুল হাসানের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক দেশতথ্য// এইচ//