রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্দুয়া কলাগাছিয়া গ্রামের এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৩ মে) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে মুখোশধারী ৭-৮ জন ডাকাত বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে জাফর মেম্বার ও তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে। এমনকি বাড়ির এক শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট করে নেয়।
ঘটনায় আহত ইউপি সদস্য জাফর জানান, ডাকাতদের মুখ কাপড় দিয়ে আটকানো থাকায় কাউকে শনাক্ত করতে পারেননি।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Discussion about this post