Print Date & Time : 22 August 2025 Friday 1:13 am

অস্ত্র মামলায় ১০ বছর সশ্রম কারাদন্ড

অস্ত্র মামলায় কুষ্টিয়ার দৌলতপুরের যুবক .লিটনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম জনাকীর্ন আদালতে দন্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুলাই কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার বাহিরমাদি পূর্বপাড়া এলাকায় রোকনুজ্জামানেরর দোকানের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসা দুজন যুবক পালানোর চেষ্টা করে। এ সময় এক যুবক পালিয়ে গেলেও পুলিশ মো. লিটনকে আটক করে এবং তার দেহ তল্লাশী চালিয়ে একটি কালো রংয়ের বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিও ২ টি ম্যাগজিন উদ্ধার করে। পরে দৌলতপুর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।  

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক গৌতম কুমার মন্ডল। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানার অস্ত্র মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ স্বাক্ষ্য শুনানী শেষে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে কারাদন্ডের এ আদেশ প্রদান করেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২০,২০২২//