আইনজীবী সুরক্ষা আন্দোলনের ১ম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সুপ্রীম কোর্টের হাইকোর্টে বিভাগের আইনজীবী, ল এন্ড জাস্টিস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ হায়দার আলী।
৩৯ টি পদের মধ্য সভাপতিসহ সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মূল কার্যনির্বাহী কমিটি অবশিষ্ট ৩২ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ শে জুন। স্ব স্ব জেলা বারে যে সকল জেলা ও মহানগর বার ইউনিটে ইতিপূর্বে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নেতৃবৃন্দ অনুমোদিত হয়েছেন।
বিগত শে ২৯ শে এপ্রিল, ২০২৩ ইং নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারিত তফশিল ঘোষনা করেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয় ২৮ মে। গত ২৯ মে ৭ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
উক্ত প্রাক নির্বাচনী প্রক্রিয়ায় ২০২৩-২৫ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।
অ্যাডভোকেট পলল বলেন, আইনজীবী সুরক্ষা আন্দোলন, আইনজীবীদের জন্য বিশেষায়িত ব্যাংক, সরকারি কিংবা স্বায়ত্তশাসিত আবাসন, চিকিৎসার জন্য হাসপাতাল, সন্তানদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, পেনশন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আইনজীবীদের অভিভাবক বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রীম কোর্টের নিকট যৌক্তিক দাবী গুলো উপস্থাপন ও বাস্তবায়নে সম্মিলিত কাজ করবো।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২৩//