Print Date & Time : 12 July 2025 Saturday 9:12 am

আইইএলটিএস কর্ণার চন্ডীপুল শাখার ১ম বর্ষ উদযাপন

সিলেট অফিস:
বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ম বর্ষ উদযাপন করলো সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ আইইএলটিএস কর্ণার চন্ডীপুল শাখা।

রবিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডীপুলস্হ আইইএলটিএস কর্ণারে আয়োজিত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের শুরুতে বিতর্ক প্রতিযোগিতা, পুরষ্কারও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে শিক্ষক শিক্ষার্থীসহ অতিথিবৃন্দকে সাথে নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।

প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোঃ হেলাল আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আরিফুল ইসলাম রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি নিউ নেশন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান এস এ শফি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নোমান। বক্তব্য রাখেন শিক্ষার্থী নোহা, মাহবুবা, মুদাব্বির আলী মাসুম।