শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রনায়ক নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আইনজীবীদের কাছে দোয়া চাইলেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।
আজ বৃহস্পতিবার সকালে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী ভবনে আইনজীবীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসে আইনজীবীদের কাছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া চান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতের এজিপি অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সিনিয়র সহকারী জজ আদালতের এজিপি অ্যাডভোকেট দুলালুর রহমান জুয়েল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্ন, অ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, অ্যাডভোকেট আ: সত্তার, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট আবদুল সালাম, অ্যাডভোকেট বিএইচ তালুকদার সুমন সহ চৌকি আদালতে প্রাকটিসরত অর্ধশতাধিক আইনজীবী।
পরে আইনজীবী ভবনে সমিতির উদ্যোগে ১৫ ই আগস্ট স্বপরিবারে নিহত স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দোয়া মোনাজাতে অংশ নেন নৌকা প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।
দৈনিক দেশতথ্য//এইচ//