কুষ্টিয়ায় জেলা সরকারি আইন কর্মকর্তাদের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২.৩০ মিনিটে কুষ্টিয়া জেলা জজ কোর্টের পিপি অফিসে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় আয়োজকরা কেক কাটার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বাংলাদেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এর কথা তুলে ধরেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কুষ্টিয়া জেলা জজ কোটের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এড. অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞ সরকারি কৌসুলি (জি.পি) এড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. আলহাজ্ব রফিকুল ইসলাম লালন, নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর এড. আলহাজ্ব আব্দুল হালিম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরে ও অতিরিক্ত জিপি, এপিপি, এজিপিবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৮,২০২২//

Discussion about this post