Print Date & Time : 28 July 2025 Monday 9:09 am

আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা

সাথী,রাজবাড়ী প্রতিনিধি ॥ স্বাস্থ্য বিধি মেনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনের গতকাল বুধবার সকালে আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আধিত্য, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী, জামালপুর ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ। এ সময় উপজেলা আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।