Print Date & Time : 7 September 2025 Sunday 7:35 pm

আইপিএল: হায়দরাবাদকে হারিয়ে লখনউয়ের দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে হারিয়েছে নবাগত দল লখনউ। এটি তাদের দ্বিতীয় জয়।

সোমবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৬৯ রান করে লখনউ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন লোকেশ রাহুল। হায়দরাবাদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নাটরাজন, ওয়াশিংটন সুন্দর ও রোমারিও শেফার্ড।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ থামে ১৫৭ রানে। সর্বোচ্চ ৪৪ রান করেছেন রাহুল ত্রিপাঠি। এছাড়া নিকোলাস পুরান ৩৪, ওয়াশিংটন সুন্দর ১৮, এইডেন মারক্রাম ১২, কেন উইলিয়ামসন ১৬ ও অভিষেক শর্মা করেন ১৩ রান।
লখনউয়ের পক্ষে আভেশ খান ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। জেসন হোল্ডার নিয়েছেন ৩টি উইকেট।


দৈনিক দেশতথ্য//এল//