Print Date & Time : 9 May 2025 Friday 3:31 pm

আইলচারার মাদ্রাসায় বুখারী সনদের অনুষ্ঠান

কুষ্টিয়ার বৃহৎ কওমী মাদ্রাসা বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় বুখারী সনদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠান হয়। বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার মোহতামীম মুফতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে বুখারী খতম উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফীল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বারিধারা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারিধারা মাদ্রাসার শিক্ষক মাওলানা জাবেদ কাশেমী। বক্তব্য রাখেন বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার মুহাদ্দিস আব্দুল লতিফ খান, আলামপুর মাদ্রাসার মোহতামীম মুফতি মুক্তারুজ্জামানসহ অন্যান্য উলামায়েকেরাম বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, আইলচারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্য মেহমানবৃন্দ।
অত্র মাদ্রাসায় এ বছর ৩৫ জন শিক্ষার্থী বুখারীর সনদ সমাপ্ত করেন।

এবি//দৈনিক দেশতথ্য//২১ ফেব্রুয়ারী//২০২২