Print Date & Time : 16 May 2025 Friday 4:22 am

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট মোঃ আবদুর রহমান খান

স্টাফ রিপোর্টার:
মোঃ আবদুর রহমান খান এফসিএমএ ২০২৩ সালের জন্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এছাড়াও একই মেয়াদের জন্য অধ্যাপক ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএমএ এবংবমাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ ভাইস-প্রেসিডেন্ট, মোঃ কাউসার আলম এফসিএমএ সেক্রেটারি এবং মোঃ আখতারুজ্জামান এফসিএমএ কোষাধ্যক্ষ পদে নির্বাচত হন।
রাজধানীর আইসিএমএ ভবনে ইনস্টিটিউটের অষ্টাদশ কাউন্সিল এর প্রথম সভায় ২০২৩ সালের জন্য তাঁরা নির্বাচিত হন।

প্রেসিডেন্ট হিসাবে নতুন দায়িত্ব গ্রহণের আগে আবদুর রহমান খান ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত আইসিএমএবি কাউন্সিলের সদস্য, কোষাধ্যক্ষ এবং সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে আব্দুর রহমান খান সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন।

এছাড়া তিনি বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর বোর্ড অব গভর্নরস সদস্য, এসএমই ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা জনাব খান সহকারী কর কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কর নীতি) সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি জাতিসংঘে আন্তর্জাতিক উপদেষ্টা এবং বিশ্বব্যাংকে আন্তর্জাতিক পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রী এবং ইউনিভার্সিটি অব আলস্টার (ইউকে) থেকে সরকারী আর্থিক ব্যবস্থাপনার উপর এমএ ডিগ্রী অর্জন করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, জাপানের ন্যাশনাল ট্যাক্স কলেজ, অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি এবং ইউএসএ এর আলাবামা ইউনিভার্সিটি সহ অনেক স্বনামধন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান থেকে একাডেমিক এবং পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//