আইসিএমএবির প্রতিষ্ঠাতা রুহুল কুদ্দুসের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল (ডিবিসি) বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার অয়োজন করে।
ডিবিসি চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ, সাবেক প্রেসিডেন্ট রফিক আহমেদ, আবু বকর ছিদ্দিক, এএসএম শায়খুল ইসলাম, একেএম দেলোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, সেক্রেটারী একেএম কামরুজ্জামান, সাবেক সেক্রেটারী কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন ও সাবেক পরিচালক মোফাজ্জল হোসেন প্রতিষ্ঠাতা রুহুল কুদ্দুসের কর্মময় জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, রুহুল কুদ্দুস ছিলেন কস্ট অ্যান্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) পেশার পথিকৃৎ। তার অবদানে সিএমএ পেশাজীবিগণ দেশের অর্থনীতিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কর্মবর্ধমান ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইনস্টিটিউটের অবকাঠামোসহ প্রফেশনাল সিএমএ তৈরি ও ইহার আর্ন্তজাতিক স্বীকৃতি এনে দিয়েছেন। তাঁর সদিচ্ছা ও মানবিক গুণাবলী সিএমএদের ভাগ্যোন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। বিশ্বের সকলদেশে সিএমএ পেশাজীবিগণ সূর্যের আলোর মতো আলো ছড়াচ্ছেন এবং তাতে দ্যুতিময় হয়ে উঠছে ইনস্টিটিউটের নাম।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৯,২০২২//