স্টাফ রিপোর্টার:
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের(আইসিএমএবি) এর সদস্যদের জন্য ফেলোশিপ নাইট অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল শুক্রবার (২৩ ডিসেম্বর, ২০২২) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় উক্ত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আতিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিএমএবি এর প্রেসিডেন্ট এবং ইনডেক্স গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন । স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি এম এ মান্নান এমপি তার বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মান্নান ব্যাপারী ও সফিউল আজম। ইনস্টিটিউটের বিপুল সংখ্যক সদস্য, সরকারি, আধা-সরকারি, কর্পোরেশন, বহুজাতিক ও স্থানীয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নেতৃস্থানীয় ব্যবসায়ী ব্যক্তিত্ব ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post