Print Date & Time : 12 May 2025 Monday 10:25 am

আইসিএমএবির বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার, ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জনাব মো. মামুনুর রশিদ এফসিএমএ এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার মূল কার্যক্রম শুরু হয়। ইনস্টিটিউটের পরীক্ষা কার্যক্রমের ওপর বক্তব্য উপস্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম এফসিএমএ। শিক্ষা কার্যক্রমের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট জনাব ইমতিয়াজ আলম এফসিএমএ । ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ এর বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন সেক্রেটারি একেএম কামরুজ্জামান এফসিএমএ। ইনস্টিটিউটের বার্ষিক আর্থিক বিবরণী ২০২১-২০২২ এর বিষয়ে বক্তব্য প্রদান করেন ট্রেজারার মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ। বার্ষিক প্রতিবেদনের বিষয়ে সম্মানিত সদস্যগণ নিজেদের মতামত ও বক্তব্য প্রদান করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//