দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট শিক্ষার প্রসারে আইসিএমএবি মিরপুরে ঢাকা কর্মাস কলেজে একটি স্টাডি সেন্টার চালু করেছে। এ উপলক্ষ্যে বুধবার ঢাকা কর্মাস কলেজের কনফারেন্স রুমে উভয় প্রতিষ্ঠান এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
মানব সম্পদ উন্নয়নের পাশাপাশি স্টাডি সেন্টারটি ব্যবসা ও অর্থনীতি উন্নয়নের জন্য একটি প্রফেশনাল সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো.মামুনুর রশিদ ও ঢাকা কর্মাস কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র সেক্রেটারি একেএম কামরুজ্জামান ও কোষাধ্যক্ষ মো. আলী হায়দার চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আইসিএমএবি এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সাবেক চেয়ারম্যান একেএম জাকারিয়া হোসেন, একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এবং ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক আবু সালেহ ও শামসুল হুদা এবং ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ওয়ালী উল্লাহ।
চুক্তি স্বাক্ষরের ফলে মিরপুরে নতুন প্রতিষ্ঠিত আইসএমএবি স্টাডি সেন্টারে পরবর্তী সেশন থেকেই সিএমএ পড়ার জন্য শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
আর//দৈনিক দেশতথ্য//৭ জুলাই-২০২২//