Print Date & Time : 13 May 2025 Tuesday 11:40 am

আইসিবি -আইসিএমএল ও আইএসটিসিএল এর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল) এর রাজশাহী শাখায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫ ফেরুয়ারি সকালেরাজশাহী কলেজ অডিটোরিয়ামে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান।

সভায় সভাপতিত্ব করেন আইসিবি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন।

এছাড়াও কর্পোরেশনের তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিনিয়োগকারীগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণপূর্বক পুঁজিবাজারের বর্তমান মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে অভিমত ব্যক্ত করেন।

সভা শেষে আইসিবি, আইসিএমএল ও আইএসটিসিএল রাজশাহী শাখার স্থানাস্তরিত শাখা অফিস এর উদ্বোধন করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//