Print Date & Time : 29 July 2025 Tuesday 7:10 pm

আই.এম.এল এর ছাত্র উপদেষ্টা হলেন অর্পিতা

সহকারী অধ্যাপক অর্পিতা হককে আগামী দুই বছরের জন্য আধুনিক ভাষা ইন্সটিটিউট (আই.এম.এল) -র ছাত্র উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) ডেপুটি রেজিস্টার মোহাম্মদ মশিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশ বিজ্ঞপ্তিতে জানা যায় যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় ছাত্র উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া, দায়িত্ব ও করণীয় সংক্রান্ত অনুমোদিত নীতিমালা এবং আধুনিক ভাষা ইন্সটিটিউট-এর একাডেমিক কমিটির সুপারিশ মোতাবেক উক্ত ইনস্টিটিউট-এর সহকারী অধ্যাপক অর্পিতা হক কে পরবর্তী ০২(দুই) বছরের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই আদেশটি ৯ অক্টোবর তারিখ হতে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় এ আদেশটি বাতিল করতে পারবেন।

এই বিষয়ে জনাব অর্পিতা হকের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি বলেন,”আমি অবশ্যই অনেক খুশি। একটা নতুন দায়িত্ব পেয়েছি। অনেক বড় দায়িত্বের ব্যাপার। আমি চেষ্টা করবো আমার সব দায়িত্ব যথাযথ পালনের। শিক্ষার্থীদের জন্য যা যা করা যায় সব করার চেষ্টা করবো।”

দৈনিক দেশতথ্য//এইচ/