মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় নেই কিন্তু তাদের দেশ বিরোধী ষড়যন্ত্রও থেমে নেই।
রোববার সকাল ১০টায় মিরপুর মহিলা ডিগ্রী কলেজ হলরুমে পৌর বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজে আওয়ামীলীগের লোকগুলো আছে, তাদের দোসররাও আছে। আমাদের দেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে যারা আওয়ামীলীগকে ভিতরে ভিতরে সমর্থন করছে। গোপনে তারা আওয়ামীলীগের সাথে হাত মেলাচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের কোন বহিরাগত ও অনুচরকে দলে জায়গা দেয়া যাবেনা। এব্যাপারে বিএনপি’র সকল নেতা-কর্মীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে কোন ষড়যন্ত্রকারীরা দলের ভিতরে ঢুকে দলের ক্ষতি করতে না পারে। তিনি আরো বলেন, সকল অপকর্ম থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপি করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র সূযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস ফরিদা ইয়াসমিন।
উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এসময় অন্যান্য’র মধ্যে পৌর বিএনপি’র সাবেক সভাপতি মতিনুল হক খাঁন হীরু চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী। অনুষ্ঠান শেষে পৌর বিএনপি’র কমিটি বিলুপ্ত করা হয়।