কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামীলীগ নিষিদ্ধ করণে আলোচনা ও পথসভা করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ। শুক্রবার বিকেলে কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন খন্দকার সুপার মার্কেটে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে কুমারখালীর মুল শহর প্রদক্ষীণ শেষে বাসস্ট্যান্ডে খন্দকার সুপার মার্কেটে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস।
প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। এসময় জেলা যুবঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক সাধক হারুন, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কুস্টিয়া শহর গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু, সাধারণ সম্পাদক কাজী সাব্বির
কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ্ব খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা,
ছাত্রঅধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা গণঅধিকার পরিষদের আগামী নির্বাচনী ভাবনা, আওয়ামীলীগ নিষিদ্ধকরণ সহ সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

Discussion about this post