Print Date & Time : 22 April 2025 Tuesday 2:10 pm

আওয়ামী লীগের লাঠি মিছিলে কুমারখালী সরকারী কলেজের উপাধ্যক্ষসহ এক শিক্ষকের ভিডিও ভাইরাল 

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্রদের দমনে আওয়ামী লীগের লাঠি মিছিলে দেখা গেছে কুমারখালী সরকারী কলেজের উপাধ্যক্ষসহ একজন শিক্ষক। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। 

সরকারী চাকুরী বিধি অমান্য করে পৌর মেয়র শামসুজ্জামান অরুনের নেতৃত্বে প্রকাশ্য মিছিলে দেখা মিলেছে  তাদের। সরকার পতনের আগের দিন ৪ আগষ্ট বেলা ১২টার দিকে কুমারখালী ষ্টেশন বাজারের রাস্তায় লাঠি সোটা হাতে মেয়র অরুনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলায় অংশ নিয়েছেন তারা। 

এসময় সাদা পাঞ্জাবি পরিহিত  কুমারখালী সরকারী কলেজের উপাধ্যক্ষ বিনয় সরকার ও কলাপাতা রংয়ের টি শাট পড়া অবস্থায় পরিসংখ্যানের শিক্ষক মাসুদ রানা কে মেয়র অরুনের পিছনে দেখা গেছে। 

এ ঘটনার জের হিসেবে বৈষম্য বিরোধী ছাত্রদের তোপের মুখে গত ২৮ আগষ্ট বুধবার দুপুরে উপাধ্যক্ষ বিনয় সরকার  সাদা কাগজে পদত্যাগ পত্র লিখে অধ্যক্ষের কাছে জমা দেন। বিকেলে কুমারখালী সরকারী কলেজে সরেজমিনে গেলে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমীন। 

আইনজীবী আবদুল হান্নান বলেন,সরকারি কর্মচারী(আচরণ)  বিধিমালা ১৯৭৯ এর বিধি ২৫ এর উপবিধি ১অনুসারেে কোন সরকারি কর্মচারী রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করতে পারবেন না। এ সংক্রান্ত অভিযোগের সত্যতা পেলে যে কারো রিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্হা নিতে পারে সরকার। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ সেপ্টেম্বর ২০২৪