সিলেট অফিস :প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগের দর্শন জনগণের ভাগ্যোন্নয়ন। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততোবারই জনগণের জন্য কাজ করেছে। সিলেট -৪ আসনে আজকের বদলে যাওয়া উন্নয়নও বর্তমান আওয়ামী লীগ সরকারের সফলতা। শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন কিংবা সামাজিক নিরাপত্তা এমন কোন সেক্টর নেই যেখানে আমি উন্নয়ন করিনি। তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীদের বলেন, আওয়ামী লীগ যাকে দলীয় মনোনয়ন দিবে সবাই এক যুগে নৌকার জন্য কাজ করবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের গোয়াইনঘাট উপজেলা শাখার সকল পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের সজাগ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহবান জানান। নিজ হাতে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন ফিরিস্তি টেনে মন্ত্রী ইমরান আহমদ আরও বলেন,আমি সব সময় জনগণের দোরগোড়ায় থেকে কাজ করছি। আমার পথচলায় যত সফলতা ও অর্জন সবই জনগণের জন্য। আজীবন আমি জনগণের কল্যাণের রাজনীতি করে যেতে চাই। জনগণ এবং আপনার আওয়ামীলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ বন্ধন,সহযোগিতা আগামীতেও আমার এগিয়ে যাওয়া ও জনকল্যাণে কাজ করার জন্য সহায়ক হয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি, শনিবার (১ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা হলরুমে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে ঈদ পুনর্মিলনী ও ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্রপাল ছানা, সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,ফরিদ আহমদ শামীম, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অলি উল্লাহ,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ,সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব,গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক,সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য সুবাস দাস,লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন শিকদার,ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন , পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান,গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post