Print Date & Time : 23 August 2025 Saturday 12:34 pm

আওয়ামী লীগ থেকে মুরাদ হাসানকে বহিষ্কারের সুপারিশ গেল কেন্দ্রে

বিতর্কিত তথ্য সাবেক প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ জানান, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা আওয়ামী লীগের কমিটির সদস্যদের উপস্থিতিতে সভায় সবার মতামত নিয়ে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।