Print Date & Time : 9 May 2025 Friday 10:08 pm

আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে: কাদের

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শান্তিপূর্ণভাবে মিটিং করুক আমরাও চাই। কিন্তু আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে। আপনারা আগুন নিয়ে খেলবেন, আর আমাদের নেতাকর্মীরা আঙ্গুল চুষবে না।

জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, কারবালার ময়দানেও নারী ও শিশু হত্যা হয়নি। ১৯৭৫সালে ১৫আগস্ট সেই কালো রাতে নারী, অবুঝ শিশু ও অন্তঃসত্বা মহিলাকেও হত্যা করা হয়েছে। বিশ্বাস ঘাতকতার রক্ত ঝড়েছে। বড় লোকের বাড়িতে বিদেশি কুকুর পালন করেন, সেই বাড়ির গেইটে লেখা থাকে, কুকুর হতে সাবধান। তেমনি বাংলাদেশের মানুষকে বলি তারেক রহমান হইতে সাবধান।

সোমবার (২৮নভেম্বর) বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহ্ঙ্গাীর কবির নানক। প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চলনায় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আ.ফ.ম.বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। পরে এ অধিবেশে আগের কমিটি বিলুপ্তি করেন। দ্বিতীয় অধিবেশনে আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে সভাপতি, আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরীকে সহ-সভাপতি ও বাবু বিজন কুমার চন্দকে সাধারন সম্পাদক করে তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//