আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেহেরপুর—১ আসনে আওয়ামী লীগের নৈকার মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
আজ রবিবার বিকালে মেহেরপুর—১ (সদর—মুজিবনগর) আসনে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেন এই আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে চিঠির মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেন।
চিঠিতে ১২ ডিসেম্বর দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেনের আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
লিখিত চিঠিতে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেন বলেন, ৯ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বাসভবনের সামনে জনসভায় অংশ গ্রহণ করেন। এসময় তিনি সরকারি গাড়ির ব্যবহার ও পুলিশের প্রটোকল গ্রহণ করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ ও ১৪ (৩) নাম্বর লঙ্ঘন।
এবিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মুঠোফোনে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ ডিসেম্বর ২০২৩

Discussion about this post