Print Date & Time : 16 May 2025 Friday 6:51 pm

আচরনবিধি লঙ্ঘন: ঈগল প্রতীকের সমর্থককে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় আচরনবিধি লঙ্ঘন করায় ঈগল প্রতীকের এক সমর্থককে অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নীলগঞ্জ ইনিয়নের হাজিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ। এসময় ইসমাইল হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সূত্রে জানা যায়, হাজীপুর বাজারের কলাপাড়া-কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের কিছু অংশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উঠান বৈঠক শেষে বিরিয়ানী বিতরন করছিলেন ইসমাইল। এ অপরাধে তাকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ জানান, আমরা প্রচারনার শুরু থেকে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে মাঠে রয়েছি। আচরনবিধি লঙ্ঘন করে বিরিয়ানী বিতরন করায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//