কুষ্টিয়ার মিরপুরের আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত কম্পিউটার ল্যাব ও শাহনুর খাতুন মডেল লাইব্রেরি এর উদ্বোধন করা হয়।
আজ ৮ জানুয়ারি এক ‘পড়ি বই, আলোকিত হই’ স্লোগানে শিক্ষার্থীদের পাঠভ্যাস তৈরি ও তাদেরকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকেই পৌষের শীত উপেক্ষা করে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। নতুন বছরের শুরুতেই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কম্পিউটার ল্যাব সম্মৃদ্ধ মডেল লাইব্রেরি পেয়ে দারুন উচ্ছসিত সবাই।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল তাঁর বক্তব্যে উল্লেখ করেন ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুল পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে এ ধরণের কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নি:সন্দেহে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে। এই ল্যাবের যথাযথ ব্যবহার ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হলে এখন থেকেই তারা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে এবং তাদের ভবিষ্যতে পথচলা সুগম ও সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি’।
বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি নুরুল হুদা এ আয়োজনের উদ্বোধক হিসেবে আশাবাদ ব্যক্ত করে বলেন যে’ স্কুল পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে এরকম একটি মডেল লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ শিক্ষার্থীদের বইপাঠে উদ্বুদ্ধ করবে এবং এতে অন্যরাও অনুপ্রণিত হয়ে নিজ এলাকায় এ ধরনের পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মো: জায়েদুর রহমান, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা: মর্জিনা খাতুন, কুষ্টিয়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শফিকুল আজম, মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জুলফিকার হায়দার ও স্থানীয় সদরপুর ইউনিয়ন পরিষদের আশরাফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান মো: রবিউল হক।
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ কামারুল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিসহ সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম পারভেজ ও মডেল লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক লেখক নাজমুল হুদা। কম্পিউটার ল্যাব ও মডেল লাইব্রেরি উদ্বোধন শেষে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//