বিনোদন ডেস্ক :
আজীবন সম্মাননা পুরস্কার পেলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ।
সঙ্গীত অঙ্গনে সচেতনতা ও সহানুভূতি সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মমতাজকে এই পুরস্কার দেওয়া হয়।
রাজধানীর বনানী এলাকায় এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ এ সম্মাননা পুরস্কার (আজীবন সম্মান পুরস্কার) প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বাংলাদেশ সংগীত পরিষদের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগীত পরিষদের যুগ্ম সম্পাদক দেবাশীষ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি শেখ সাদি খান, খোরশেদ আলম, ডালিয়া নওশীন প্রমুখ।
বাংলাদেশের সুর সম্রাজ্ঞী খ্যাত মমতাজ চার দশকের কর্মজীবনে ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন। তিনি দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post