Print Date & Time : 5 July 2025 Saturday 5:42 am

আজ খাতেমুন্নেছা খানমের মৃত্যু বার্ষিকী

শহীদ জননী মোসাম্মৎ খাতেমুন্নেছা খানম জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বর আজম খান ও মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সার্জেন্ট সামসুল করিম খান সিরাজ ও খান মোহাম্মদ  সগীরের মা। আজ রবিবার ১৫ই আগষ্ট/২১ শহীদ জননী মোসাম্মৎ খাতেমুন্নেছা খানমের ২৬তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৫ সালের এই দিনে ঢাকার গ্রিনরোডের’বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুমা খাতেমুন্নেছা খানমের দুই ছেলে সার্জেন্ট সামসুল করিম খান সিরাজ ও খান মোহাম্মদ  সগীর মুক্তিযুদ্ধে শহীদ হন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআনখানি, দোয়া অনুষ্ঠান, কবর যিয়ারত এবং গরিব ও এতিমদের মধ্যে খাবার বিতরনের আয়োজন করা হয়েছে।

পরিবারের সদস্যরা মরহুমা খাতেমুন্নেছা খানমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।