আজ ২৮ আগস্ট- কুষ্টিয়া শহরের থানাপাড়া জেনোসাইড দিবস। ১৯৭১ সালের এইদিন দিবাগত রাতে পিস কমিটির নির্দেশনায় রাজাকাররা কুষ্টিয়া শহরের থানাপাড়া জিকে ঘাট বদ্ধভূমিতে ১০জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করে। তাদের লাশ গড়াই নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এদের মধ্যে যে পাঁচ জনের পরিচয় পাওয়া যায় তারা হলেন শহিদ আবদুস সবুর, শহিদ ওবায়দুর রহমান বুলু, শহিদ কামাল উদ্দীন শেখ, শহিদ নুরুল ইসলাম শুকু ও শহিদ আক্কেল মোল্লা।
দিনটি পালন উপলক্ষে শহীদ পরিবার, কুষ্টিয়া থানাপাড়া জামে মসজিদে বাদ জোহর দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং বিকেল ৫টায় রোটারি ফিজিওথেরাপি সেন্টারে বিশিষ্ট লেখক-গবেষক গওহার নাইম ওয়ারা সম্পাদিত “একাত্তর কুষ্টিয়া – থানাপাড়া ও অন্যান্য জেনোসাইড” গ্রন্থের মোড়ক উন্মোচন, স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শহিদ পরিবার, কুষ্টিয়ার আহবায়ক মোঃ শামসুজ্জামান সাদি ও সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান এক বিবৃতিতে থানাপাড়া জেনোসাইড দিবস পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৭,২০২৩//

Discussion about this post