পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সেতু বিভাগ।
সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।
এর আগে পদ্মা সেতু খুলে দেওয়ার প্রথম দিনেই রোববার (২৬ জুন) মোটরসাইকেলের ঢল নামে। এতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ভোর ছয়টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। তারপর নিয়ম ভাঙার হিড়িক পরে সেখানে। সেতুতে নেমে ছবি তোলা, টিকটক বানানো, নাট-বল্টু খোলা, মূত্র বিসর্জন, টোলপ্লাজার ব্যারিয়ার ভাঙন ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতো ঘটনাও ঘটে।
জা/দেশতথ্য//২৭-০৬-২০২২//০৯.৪৭ এএম

Discussion about this post