আজ ২৪ অক্টোবর ২০২২ – বিশ্ব পোলিও দিবস। পোলিও খুব সংক্রামক একটি রোগ। এটি পোলিও ভাইরাস নামে পরিচিত। পোলিও ভাইরাসে সচরাচর পাঁচ বছরের কম বয়সী শিশুরা আক্রান্ত হয়। এই ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তিতে মূলত দুষিত পানির মাধ্যমে ছড়ায় এবং স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে যা কোনো কোনো ক্ষেত্রে প্যারালাইসিসের দিকে ঠেলে দেয়। এর কোনো প্রতিকার নেই। তবে প্রতিরোধের নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন আছে। এ পর্যন্ত রোটারি ও তার অংশীদারেরা বিশ্বে ২৫০ কোটির বেশি শিশুকে পোলিও টিকা দিয়েছে।
১৯৮৮ সাল থেকে অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে পোলিও ভাইরাসে আক্রান্তের সংখ্যা শতকরা ৯৯.৯০ ভাগ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ২০০৬ সাল থেকে পোলিও মুক্ত। বিশ্বে বর্তমানে দুটি দেশে পোলিও আছে – পাকিস্তান ও আফগানিস্তানে। পোলিও নির্মূলে সফলতা প্রায় আকাশচুম্বী। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ পোলিও সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত বিশ্বের কোনো শিশুই নিরাপদ নয়। যদি আমরা কোনো সমস্যা নেই মনে করে পোলিও নির্মূল কার্যক্রম বন্ধ করে দেই, তাহলে আগামী ১০ বছরের মধ্যে বিশ্বে প্রতি বছর ২ লাখ শিশু পোলিও আক্রান্ত হতে পারে।
রোটারি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক দশক ধরে একযোগে কাজ করে আসছে। রোটারি ‘গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ’ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গত ১৮ এপ্রিল ২০২২ জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ সামিটে বিশ্ব নেতৃবৃন্দ পোলিও নির্মূলে ২৬০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
রোটারির স্বপ্ন পোলিও মুক্ত বিশ্ব। এ স্বপ্ন শুধু রোটারির নয় – বিশ্বের প্রতিটি সচেতন মানুষের। সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই বিশ্ব থেকে পোলিও নির্মূল হবে – এটাই আজকে বিশ্ব পোলিও দিবসে প্রত্যাশা।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৪,২০২২//

Discussion about this post