বিশ্ববিদ্যলয়সমুহে ভর্তি পরীক্ষার দ্বিতীয়বার সুযোগের ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনরত আটক ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেনফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।
আজ ৩০ জানুয়ারি ২০২৩ ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা কমিটির একটি মিটিং মোর্চার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মোর্চার সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, সদস্য মনজুর আলম মিঠু, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম।
এ সভায় সম্প্রতি সরকার কর্তৃক সংসদে আইন পাশ করে খেয়ালখুশিমত বিদ্যুৎ গ্যাসের দামবৃদ্ধির আয়োজনের বিরুদ্ধে নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ, ফ্যাসিবাদী পদ্ধতিতে অব্যাহতভাবে নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির বোঝা চাপানোর সরকারী ষড়যন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ/