Print Date & Time : 2 July 2025 Wednesday 10:56 am

আট বছরের শিশু নীলা বাঁচতে চায়

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আসাদুজ্জামান ও রত্না খাতুনের একমাত্র মেয়ে নীলা খাতুন।

আড়াই মাস বয়স থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। ৮ বছর ধরে তার শরীরে রক্ত দিয়ে আসছে তার পরিবার।

নীলার পেট ফুলে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তাকে সুস্থ করতে হলে খরচ হবে তিন লাখ টাকা। ৮ বছর ধরে চিকিৎসা করাতে গিয়ে তারা এখন অসহায়। তার বাবা মিস্টি বানানোর কারিগর। মা গৃহিণী।

নীলার চিকিৎসার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার অসহায় পরিবার। তার পিতার বিকাশ নম্বর-০১৭৮৪-৫৫৪২৯১।

স্থানীয় কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, নীলার পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হবে। বিত্তবানদের সহায়তায় বেঁচে যেতে পারে নীলার জীবন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২২,২০২২//