Print Date & Time : 22 August 2025 Friday 1:30 am

আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল,সম্পাদক আসাদ

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪নং আড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এতে মোঃ আবুল কালাম রাহাত(কামরুল মোল্লা) সভাপতি ও আসাদুজ্জামান (আসাদ মোল্লা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশন হারুন অর রশিদ।

সোমবার (২৩ জুন) ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সদস্য সচিব শহীদ সরকার মঙ্গলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।নির্বাচনে আনারস প্রতীকে মোঃ আবুল কালাম রাহাত (কামরুল মোল্লা) ২২৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ২১২ভোট।সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে আসাদুজ্জামান (আসাদ মোল্লা)২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের আশরাফুল ইসলাম পেয়েছেন ১৫০ভোট।এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তালাচাবি প্রতীকে কামাল বাসার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম প্রতীকে আশরাফুল আলম পেয়েছেন ১৫৭ ভোট।সহ-সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে মোঃ ফজলুল হক গেদা ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকে মোঃ হাফিজুর রহমান সেন্টু পেয়েছেন ৯৫ ভোট।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেওয়াল ঘড়ি প্রতীকে আব্দুল খালেক ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকে মোঃ কবির হোসেন পেয়েছেন ১৫০ ভোট ও হেলিকপ্টার প্রতীকে কামাল হোসেন বাবু পেয়েছেন ৫৫ ভোট।