Print Date & Time : 14 May 2025 Wednesday 5:59 am

আড়িয়া ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সভা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আড়িয়া ইউনিয়ন বিএনপি’র অস্হানী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ
মোল্লা,সদস্য সচিব মো.আশরাফ আলী,যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক মালিথা,যুগ্ম আহ্বায়ক মো.শাহারুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক কামাল বাসার,যুগ্ম আহ্বায়ক ফজলুল হক গেদাসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামীতে আড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ
কমিটি গঠনসহ দলকে সুসংগঠিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতাদের পুষ্পমাল্য দিয়ে বরন ও সকল নেতাকর্মীকে মিষ্টি মুখ করানো হয়।