সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির(জাপা) প্রার্থী আতিকুর রহমান আতিকের আপিল বাতিল করেছে নির্বাচন কমিশন। এতে করে পর পর দুইটি নির্বাচনের আগে আওয়ামী লীগের ওই প্রার্থীর বিরুদ্ধে আবেদন করে ব্যর্থ হলেন জাতীয় পার্টির প্রার্থী।
বরং আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নের বৈধতা বহাল রেখেছে সাংবিধানিক সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে হাবিবের প্রার্থীতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন।
এর আগে গত ১০ ডিসেম্বর সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।
অভিযোগে উল্লেখ করা হয়, নৌকার প্রার্থী হাবিব যুক্তরাজ্যের নাগরিক। নির্বাচন কমিশন আইনে আছে দুই দেশের নাগরিক হলে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না, তাই হাবিবের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন তিনি।
এর আগেও ২০২১ সালে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে একই অভিযোগ করেন আতিক। তখনও নৌকার প্রার্থী ছিলেন হাবিব। লাঙ্গলের প্রার্থী আতিকের অভিযোগ ছিল হাবিবের দ্বৈত নাগরিকত্ব নিয়ে। ওই বছরের ২৩ জুন নির্বাচন কমিশনের আপিল শুনানিতে হাবিবের মনোনয়ন বৈধতা পায়।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৪,২০২৩//

Discussion about this post