বিবেকী জীবনে আসার আগে ভাবতাম আমি বুঝি কেবলই প্রিয়ার। বিবেকের বিচি দড়াবার পরে টের পেলাম একেক জনের কাছে আমি একেক রকম।
কারো কাছে বোকা, কারো কাছে ন্যাকা, কারো কাছে রাগী, কারো কাছে সুখী,কারো কাছে ফালতু। কারো কাছে আবেগী। কারো কাছে সবজান্তা।কারো কাছে নেহাত একজন ধান্ধাবাজ, চাঁপাবাজ বা ফটকাবাজ তারা যেভাবে আমাকে দেখে আমি তাদের কাছে ঠিক তেমনই।
কিন্তু আমি আসলে কেমন? আসলে আমি তাদের কারো চিন্তার মতোই নই। আমি হলাম আমার মতো, আমার নিজের চিন্তায় আমি ঠিক যেভাবে আছি আমি আসলে সেটাই।
তাই কে কি ভাবলো না ভাবলো সেটা তাদেরকেই না হয় ভাবতে দাও। কারন তারা আমাকে ঠিক ঐ ভাবেই দেখবে যতটুকু তারা আমার থেকে ডিজার্ভ করে।
আমি কখনোই পৃথিবীর সবাইকে সুখী করতে পারবো না। কখনোই আমার প্রতি সবার পক্ষপাতিত্বের চিন্তাধারায় নিয়ে আসতে পারবো না। আমি কেনো, পৃথিবীর কেউ ই কখনো তা পারবে না।
তাই সবাইকে সুখী করতে না যাওই ভালো। সবাইকে ভালো রাখতে গেলে আমার নিজের ভালো থাকাটাই বিলীন হয়ে যাবে।
আমি শুধু তাদেরকেই ভালো রাখবো যারা আমাকে ভালো থাকতে সাহায্য করেছে।
ভালো থেকো সবাই ই বলে কিন্তু ভালো রাখতে খুব কম মানুষজন ই পারে।
এবি//দৈনিক দেশতথ্য //জুলাই ৩,২০২২//

Discussion about this post