Print Date & Time : 11 July 2025 Friday 8:29 pm

আত্রাইয়ের বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদন্ড

ফরহাদ মিয়া, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ের গৌড়নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম অভিযান চালিয়ে এই সাজাপ্রদান করেন।

সাজাপ্রাপ্তদের রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ২৩ অক্টোবর জাতীয় দৈনিক দেশতথ্য বাংলা পত্রিকাসহ বেশ কয়েকটি পত্রিকায় অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশিত হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ইকতেখারুল ইসলাম বলেন, আত্রাইয়ের গৌড়নদীর গুড়নই নামক স্থান থেকে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী চার জনকে ১৫ করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ততরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার চরনখোলা গ্রামের আব্দুল হান্নান (৪৫), হান্নানের ছেলে রাকিব হোসেন (২২), একই গ্রামের সোহাগ হোসেন (২১) এবং নাটোরের গুরুদাসপুর গ্রামের হাসান আলী (২১)। সাজাপ্রাপ্তদের রোববার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে আত্রাই থানা পুলিশ।

আর//দৈনিক দেশতথ্য//১৮ সেপ্টেম্বর-২০২২