Print Date & Time : 1 July 2025 Tuesday 11:39 pm

আত্রাইয়ে এক মাদক ব্যবসায়ীসহ গ্ৰেফতার ৪

আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মুনসুর রহমান খোকা (৬০) নামে এক মাদক ব্যবসায়ীসহ চার জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীর ঘর থেকে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও চোলাইমদ উদ্ধার হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিহারীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে মুনসুর রহমান খোকনকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল এবং ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১৩ হাজার টাকা জব্দ করা হয়। একই রাতে উপজেলার ভরতেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ওয়রেন্টভুক্ত আসামি ইসাহাক আলীর ছেলে আশাদুল প্রামানিক ও ময়েন হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার এবং লাকবাড়ী গ্রাম থেকে মোহাম্মদ সিকদারের ছেলে আব্দুলকে গ্রেপ্তার করা হয়।

থানা ওসি মো: তারেকুর রহমান সরকার বলেন,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//