Print Date & Time : 2 July 2025 Wednesday 8:23 pm

আত্রাইয়ে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা

কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে ন‌ওগাঁর আত্রাই উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি থানা চত্বর থেকে বের করা হয়। উপজেলা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান প্রামানিক ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, উপজেলা ইউপি মেম্বার এ্যসিসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আলমগীর, মাসুম,জপের,আক্কাস, হাকিম, আতাওয়ারসহ সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।

জা// দৈনিক দেশতথ্য// ২৮ অক্টোবর, ২০২২//