Print Date & Time : 10 May 2025 Saturday 7:10 am

আত্রাইয়ে তিন জুয়ারী আটক

ফরহাদ মিয়া, আত্রাই প্রতিনিধি: ন‌ওগাঁর আত্রাইয়ের দারিয়াগাথী গ্ৰাম থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুয়া খেলা অবস্থায় তিন জুয়ারীকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, আহসানগন্জ ঘোষপাড়া গ্ৰামের মৃত গোলাম তৌহিদ সর্দারের ছেলে মাদকসেবী ব্ল্যাকমেইলার সুজন সরদার(৪১), মৃত জাবেদ আলীর ছেলে নজরুল ইসলাম (৫০), নজরুল ইসলাম খামারুর ছেলে মিন্টু খামারু(৩০)। সুজন সর্দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্রাই থানাধীন আহসানগন্জ ঘোষপাড়া গ্ৰামের মৃত গোলাম তৌহিদ সরদারের ছেলে সুজন সরদার(৪১), মৃত জাবেদ আলীর ছেলে নজরুল ইসলাম (৫০), নজরুল ইসলাম খামারুর ছেলে মিন্টু খামারু(৩০)কে দারিয়াগাথী গ্ৰামে একটি পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলা অবস্থায় আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্ৰেফতার করা হয়। মামলা শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//