আত্রাইয়ে ”ছাত্রলীগের চাউল চুরি” নৈপথ্যে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,
নামক শিরোনামে পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামীলীগের সভাকক্ষে।
গত ২১ জুলাই ২০২২ ইং তারিখে সাংবাদিক সিফাত মাহমুদ ফাহিম তার আইডি থেকে “ছাত্রলীগের চাউল চুরি” নামক শিরোনামে পোস্ট ও দফায় দফায় লাইভে এসে তথ্য প্রকাশ করে । চাউল চুরির মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী বিষয়টি তুলে ধরেন।
এছাড়া বিভিন্ন সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু শ্রী নৃপেন্দ্র নাথ দুলাল দত্ত, সাধারণ সম্পাদক জনাব আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ প্রাঃ, শ্রমীকলীগের সভাপতি আঃ সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কুটুক্তি মূলক স্টাটাস দিয়ে হেয় প্রতিপন্ন করার অভিযোগ তুলেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
দৈনিক দেশতথ্য//এল//