Print Date & Time : 2 July 2025 Wednesday 5:04 pm

আত্রাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে ন‌ওগাঁর আত্রাই উপজেলার পূর্ব মাড়িয়া গ্ৰামে অনুষ্ঠিত হয়ে গেলো বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা। খেলা দেখতে ঢল নেমেছে শিশু কিশোর, বৃদ্ধসহ সব বয়সী মানুষদের। ঢাক-ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দিচ্ছেন শতশত দর্শক।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিলো উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়সের দর্শকরা। এদিকে লাঠিয়ালরা বলছেন, শুধুমাত্র বাপ-দাদার পুরনো এ ঐতিহ্যকে ধরে রাখতে তারা বিনা পারিশ্রমিকে এ খেলা চালিয়ে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন। তবে আগামী প্রজন্মের কাছে এ খেলা থাকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা।

আজ বিকেল ৪টার সময় আত্রাই উপজেলাধীন মনিয়ারী ইউনিয়নের পূর্ব পাড়া মাড়িয়া গ্ৰামে পূর্নিমা পল্লি উন্নয়ন সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন‌ওগাঁ ৬ আসন (আত্রাই-রাণীনগর)

মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ প্রামানিক, মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সম্রাট হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দুলাল দত্তসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খেলায় তিনটি দল অংশগ্রহণ করেন । দলগুলি হলো রাণীনগর উপজেলার রাতোয়াল গ্ৰামের রাতোয়াল দল, আত্রাই উপজেলার দিঘা দল ও রাজশাহীর বাগমারা এলাকার বাগমারা দল। হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

জা//দেশতথ্য// ১২ অক্টোবর ২০২২//