Print Date & Time : 24 August 2025 Sunday 8:26 am

আত্রাই রোগীর স্বর্ণালংকার চুরির সময় চোর আটক

আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধি: ন‌ওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তার স্বজনের স্বর্ণালংকার চুরির সময় স্থানীয় জনগণ সুমন (২৬) নামের এক চোরকে আটক করে। সে উপজেলার পারগুড়নয় এলাকার আফছার আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানাযায়, নাটোরের সিংড়া থানাধীন বসন্তপুর গ্ৰামের উত্তম কুমারের সাথে আত্রাই উপজেলার খোলাপাড়া গ্ৰামের আশা রানী দাসের সাথে বিবাহ হয়।

শনিবার খোলাপাড়ায় আশা রানী তার স্বামীর উপর অভিমান করে ঘুমের ঔষধ সেবন করে হাসপাতালে ভর্তি হয়।

মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় চোর সুমন আশা রানীর গলার স্বর্নের চেন খুলে নেয় এবং আশা রানীর তিন বছরের ছেলের হাতের বালা চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে। থানায় খবর দিলে চোর সুমনকে গ্ৰেফতার করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে রোগীর স্বামী আত্রাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক জানান, চুরির ঘটনা সত্য। আসামিকে চুরি মামলায় জেলে-হাজতে প্রেরণ করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//৯ আগষ্ট-২০২২