Print Date & Time : 17 May 2025 Saturday 4:10 pm

আদমজীতে চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষর

রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি ।। আদমজী ইপিজেড ও আলিফ ডক্টর’স চেম্বারের সাথে চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২০ আগষ্ট) আদমজী ইপিজেডের বেপজা কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

এ সময়ে উপস্থিত ছিলেন আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টর’স চেম্বারের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন খোকন, ব্যবস্থাপক মহিম রহমান পবন, মার্কেটিং ম্যানেজার আসলাম, একাউন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। 

বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থরিটি (বেপজার) পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহসান কবির, নির্বাহী পরিচালক- আদমজী ইপিজেড, শফিকুল ইসলাম, তত্ত্বাবধারক প্রকৌশলী- আদমজী ইপিজেড, খন্দকার তারিকুল ইসলাম অতিরিক্ত নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ)- আদমজী ইপিজেড, মনোজ কুমার ধর, অতিরিক্ত নির্বাহী পরিচালক (শিল্প সম্পর্ক) – আদমজী ইপিজেড, জহিরুল ইসলাম খান, উপ-পরিচালক (শিল্প সম্পর্ক)- আদমজী ইপিজেড, ডা: বেলায়েত হোসেন,সিনিয়র মেডিকেল অফিসার- আদমজী ইপিজেড মেডিকেল সেন্টার, ডা: আনজুমান হেলেন, মেডিকেল অফিসার- আদমজী ইপিজেড মেডিকেল সেন্টার। 

আদমজী ইপিজেডে অবস্থিত বেপজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক মানসম্মত ও উন্নত চিকিৎসা সহজে স্বল্পখরচে দেয়ার অঙ্গিকারের ভিত্তিতে আলিফ ডক্টর’স চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সাথে চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এসময় আরো উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নারায়ণগঞ্জ এবং প্রো-এক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

অার//দৈনিক দেশতথ্য//২৩ আগষ্ট-২০২২