সিদ্ধিরগঞ্জ আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদা তাঁর পদ ফিরে পেয়েছেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা পেয়েও তিনি বিদ্যালয়ে যোগদান করতে পারেননি। বোর্ডের সিদ্ধান্ত অগ্রাহ্য করে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এক মানববন্ধন করার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। এতে অভিভাবকগণ ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, বিদ্যালয়ের ননএমপিভূক্ত কেজি শাখার টিউশন ফি নিজ তহবিলে রাখার অভিযোগে ২০২১ সালে প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে তৎকালীন এডহক কমিটি সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে নতুন ম্যানেজিং কমিটি তাঁকে চূড়ান্ত বরখাস্ত করে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির সভায় ম্যানেজিং কমিটি কর্তৃক চূড়ান্ত বরখাস্তের বিষয়টি প্রমাণিত না হওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি ও স্বপদে পুর্নবহালের সুপারিশ করা হয়। গত ২১ আগষ্ট তারিখে ২২৮তম শিক্ষা বোর্ডের সভায় প্রধান শিক্ষককে স্বপদে পুর্নবহাল করার অনুমোদন দেয়। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতিকে বোর্ডের সচিব স্বাক্ষরিত এক পত্রে প্রধান শিক্ষককে পুর্নবহাল করে ১৫ দিনের মধ্যে বোর্ডকে জানানোর নির্দেশ দেয়া হয়।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষককের পুর্নবহাল ঠেকাতে শিক্ষার্থীদের অভিভাবকদের না জানিয়ে দুপুর দেড়টায় রাস্তায় দাঁড় করিয়ে তাদের দিয়ে মানববন্ধন করানো হয়। রোদে দাঁড়িয়ে থেকে অনেক শিশু শিক্ষার্থী অসুস্থবোধ করে। কিছু না জেনে তারা ভয় পেয়ে যান। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য সাব্বির আহমেদ ও কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের এ কাজে বাধ্য করেন।
স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশনআরা তাকে জানিয়েছে, প্রধান শিক্ষককে কমিটির কেউ চায় না। তাই শিক্ষার্থীরা মানববন্ধন করছে। ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমানকে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post