মুহাম্মাদ রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে অসুস্থ্য শ্রমিকদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রপ্তানিমুখী পোশাক কারখানা ইপিক গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠানের খাবার খেয়ে কয়েক শ শ্রমিক-কর্মচারী ও তাঁদের স্বজনেরা অসুস্থ হয়েছেন।
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৫৫ জন ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ৫৯ জন অসুস্থ শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক। এ ছাড়া স্থানীয় ক্লিনিকে অনেককে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্যাক্টরির ভেতরে বার্ষিক বনভোজনের আয়োজন হয়। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় কারখানাটির পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের মধ্যে খাবার দেওয়া হয়। খাবার খেয়ে বিকেলে অনেকে অসুস্থ হয়ে বমি, পেটে ব্যথা ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। পরে দ্রুতই তাঁদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মসিউদ্দিন মেজবাহ জানান, ‘ইপিক গার্মেন্টসের বাৎসরিক অনুষ্ঠান ছিল গতকাল। সেখানে দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যার পরে শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে তাঁদের কয়েকজনকে বেপজা হসপিটালে পাঠানো হয়। বাকিদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,শক্রবার দুপুরে সর্বশেষ বিভিন্ন হাসপাতালে ৩০/৩১ জন অসুস্থ চিকিৎসা নিয়েছে। আশা করা যাচ্ছে সন্ধ্যার মধ্যে সবাই সুস্থ হয়ে বাসায় ফিরবেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post